ঢাকা : শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল ওরফে শাকিল মাজহারের জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানার অস্ত্র আইনে করা মামলার সু্ষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শওকত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২১ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
আগামীনিউজ/নিম্নআদালত/সবুজ