Dr. Neem on Daraz
Victory Day

ফৌজদারি কার্যবিধির দুটি ধারা নিয়ে রিভিউ শুনানি ১৬ এপ্রিল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৪:৫৮ পিএম
ফৌজদারি কার্যবিধির দুটি ধারা নিয়ে রিভিউ শুনানি ১৬ এপ্রিল

ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধন নিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল ধার্য করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল আদালত এই দিন ধার্যের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে ১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতারের পর পুলিশের কার্যালয়ে তার মৃত্যু হয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনে ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে ১১ দফা সুপারিশ করা হয়। কিন্তু এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), সম্মিলিত সামাজিক আন্দোলন, অরুণ চক্রবর্তীর স্ত্রীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

এরপর ২০০৩ সালের ৭ এপ্রিল বিচারপতি মো. হামিদুল হক ও বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের জন্য সাত দফা সুপারিশ করা হয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে ২০১৬ সালের ২৪ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। তবে সে রায়ের বিরুদ্ধে অসঙ্গতি তুলে ধরে রিভিউ দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আগামীনিউজ/আপি/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে