Dr. Neem on Daraz
Victory Day

৩৬৩ জনকে চাকরি দেবে বিআইডব্লিউটিএ


আগামী নিউজ | চাকরি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ১১:০১ এএম
৩৬৩ জনকে চাকরি দেবে বিআইডব্লিউটিএ

ঢাকাঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) ২৪টি পদে ৩৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে : তড়িৎ প্রকৌশলী পদে ২ জন, সহকারী নৌ-স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা পদে ৫জন, সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজিল) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী পদে ৬জন, নদী জরিপকারী পদে ১জন, নদী জরিপকারী পদে ১জন, সহকারী ত্বড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন) পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (সিএসই) পদে ২ জন, কনিষ্ঠ নদী জরিপকারী পদে ৬ জন, উপ-সহকারী প্রকৌশলী (পুর-কৌশল) এস্টিমেটর (সিভিল) পদে ১০ জন, সহকারী কারিগরি কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, এস্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী পদে ১২ জন, তত্ত্বাবধায়ক, উর্দ্ধতন কারিগরী সহকারী, উপ-সহকারী প্রকৌশলী (ত্বড়িৎ) পদে ৭ জন, কারিগরি সহকারী পদে ৫৫জন, তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী পদে ৩জন, কম্পিউটার অপারেটর পদে ১০ জন, ড্রাইভার পদে ১০ জন, ওয়েল্ডার পদে ৫ জন, মটর মেকানিক/ডিজেল মেকানিক/মেকানিক পদে ১৫, ইলেকট্রিক মেকানিক পদে ১০ জন, গ্রীজার পদে ৬১ জন, লস্কর পদে ৭৩ জন, ভান্ডারী পদে ৩০ জন ও তোপাষ পদে ৩০ জন সহ মোট ৩৬৩ পদে নিয়োগ দেবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ০১ এপ্রিল ২০২২ তারিখে বয়স উল্লেখ করতে হবে

আবেদনের নিয়ম: আগ্রহীরা http://jobsbiwta.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: রকেটের মাধ্যমে ১-১১ নং পদের জন্য ৩২০ টাকা, ১২-২৪ নং পদের জন্য ২১৫ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২২

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে