Dr. Neem on Daraz
Victory Day

৩য় গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের কাগজ ডাকযোগে দেওয়ার নির্দেশ


আগামী নিউজ | দীপংকর রায় প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:৫৬ পিএম
৩য় গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশনের কাগজ ডাকযোগে দেওয়ার নির্দেশ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করােনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগকালীন সময় বিবেচনা করে এবং প্রশাসনিক কাজের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে প্রার্থীর মাধ্যমে কোনো পুলিশ ভেরিফিকেশন ফরম সরাসরি গ্রহণ করা হবে না। বেসরকারি শিক্ষক নিয়োগে তৃতীয় নিয়ােগ চক্রে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। তবে কাগজপত্র সরাসরি জমাদানে স্বাস্থঝুঁকি ও অন্যান্য সমস্যা হওয়ায় ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

যেসব প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পাঠাননি তাদেরকে অব্যশিকভাবে যথাসময়ে শুধুমাত্র ডাকযােগে পাঠানোর জন্য অনুরােধ করা যাচ্ছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে