Dr. Neem on Daraz
Victory Day

আক্ষেপের কিছু নেই : মেহেদী রানা


আগামী নিউজ | রবিউল ইসলাম বিদ্যুৎ প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৩:১৫ পিএম
আক্ষেপের কিছু নেই : মেহেদী রানা

ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা : বঙ্গবন্ধু বিপিএলে অভিষেকেই নজর কেড়েছেন। অথচ প্লেয়ার ড্রাফটে কোনো দলই পাননি। মাহমুদউল্লাহ আর ইমরুল কায়েসের সৌজন্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ঠাঁই মিলেছিল। এরপর নিজের পারফরম্যান্স দিয়ে বারবার সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন। ফাইনালে খেলতে না পারলেও ১০ ম্যাচে শিকার করেছেন ১৮টি উইকেট। তবুও জায়গা হয়নি পাকিস্তান সফরের দলে। জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। আগামীনিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সে কথা নিজেই জানালেন মেহেদী হাসান রানা।

আগামী নিউজ : বিপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। এই অনুভূতিটা কেমন?
মেহেদী হাসান রানা : অবশ্যই ভালো। পারফর্ম করতে পারলে ভালো লাগবে এটাই স্বাভাবিক। আমি প্রতিটি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। দুর্ভাগ্যবশত শেষে হয়নি। তবে চেষ্টা করেছি।

বিশেষ কেউ অনুপ্রেরণা জুগিয়েছিলেন?
অবশ্যই। আমি রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই এবং ইমরুল (ইমরুল কায়েস) ভাইকে ধন্যবাদ জানাতে চাই। উনাদের জন্যই আমি এখানে আসতে পেরেছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া দলে ঢোকার পর থেকে সবাই সমর্থন করেছে। কোচিং স্টাফ থেকে কোচ- সবাই সহযোগিতা করেছে।

আপনি আর মোস্তাফিজ একসঙ্গে খেলেছেন। মোস্তাফিজ এখন জাতীয় দলের তারকা। আপনি পিছিয়ে আছেন। কারণটা কী?
হ্যাঁ, আমরা একসঙ্গে ২০১১ সাল থেকে খেলে আসছি। আমি হয়তো পারফরম্যান্সের জন্য এই জায়গায় আসতে পারিনি। ও ভালো করছে দেখেই তো এগিয়ে গিয়েছে। আর মোস্তাফিজ মোস্তাফিজই। ওর মতো বোলার আসবে না। মোস্তাফিজের সঙ্গে আমার তুলনা করা উচিত না।

বোলিংয়ে আপনার শক্তির জায়গা কোনটি?
আমার সুইংটা হলো আমার শক্তির জায়গা। আমি সুইংটা নিয়ে বেশি কাজ করি। ইনসুইংটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এটাতেই বেশি সফল হচ্ছি।

হাসান মাহমুদ সুযোগ পেলেন জাতীয় দলে। আপনি পেলেন না। এ নিয়ে কোনো আক্ষেপ...
না, এখানে আক্ষেপের কিছু নেই। আসলে ওকে (হাসান মাহমুদ) নিয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল। ও সবশেষ ইমার্জিং কাপ, এসএ গেমস সবকিছুতেই ছিল। আমিও ছিলাম। কিন্তু আমার ম্যাচ খেলার সুযোগটা সেভাবে আসেনি। ও আর সুমন খান ভালো পারফরমার ছিল। ও ভালো করছে বলেই ওকে নিয়ে পরিকল্পনা ছিল। বিপিএলে হয়তোবা নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। যতটুকু করেছে... নির্বাচকদের ওকে নিয়ে যে পরিকল্পনা ছিল তাতে ও সফল হয়েছে। দলে নিয়েছে। এজন্য আমার খারাপ লাগেনি। ওর সম্পর্কে আমি অনেক কিছু জানি। তাছাড়া ওকে ছোট ভাই হিসেবে দেখি। সুযোগ পাওয়ায় ভালো লেগেছে। আমারও সুযোগ আসতে পারে সামনে। ভবিষ্যতে যেখানেই সুযোগ পাই ভালো করার চেষ্টা করব। জাতীয় দলে খেলার লক্ষ্য সবারই থাকে। আমারও আছে। চেষ্টা করব এটা অর্জন করতে।

আগামী নিউজ/আরবি/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে