Dr. Neem on Daraz
Victory Day
দক্ষিণ আফ্রিকা থেকে আগামীনিউজকে শান্ত

যেভাবেই হোক ভারতকে হারাতে চায় বাংলাদেশ


আগামী নিউজ | রবিউল ইসলাম বিদ্যুৎ প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০, ০২:০১ পিএম
যেভাবেই হোক ভারতকে হারাতে চায় বাংলাদেশ

ছবি সংগৃহীত

ঢাকা : এক সময় তাঁর নাম ছিল বাংলাদেশের মানুষের মুখে মুখে। ১ বলে ১ রানের কথা উঠলেই চলে আসত হাসিবুল হোসেন শান্তর নাম। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে সেই এক রানের কথা দেশবাসি কখনো ভুলবে না! সেই হাসিবুল হোসেন শান্ত এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়স ভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন। এখন তিনি দক্ষিণ আফ্রিকায় রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।

প্রথমবার বাংলাদেশ যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে। যে কোনো বিশ্বকাপের ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য এটি প্রথম ঘটনা। স্বাভাবিকভাবেই গোটা দেশ দারুন রোমাঞ্চিত। সদ্য কৈশোর পেরোনো তরুণদের ভারতের বিরুদ্ধে ফাইনাল লড়াই দেখতে মুখিয়ে রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। কী হবে পচেফস্ট্রুমে রবিবারের ফাইনালে? 

বারবার ভারতের কাছে ফাইনালে মার খাওয়া বাংলাদেশকে এবার পারবে তো? নানা কৌতুহল আর অপেক্ষায় বসে আছে গোটা বাংলাদেশ। তবে যুব দলের সঙ্গে থাকা হাসিবুল হোসেন শান্ত দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম থেকে আগামীনিউজ ডটকমকে আশার কথাই শোনালেন। তাঁর সাফ কথা, এই বাংলাদেশ অদম্য। দীর্ঘদিন একসঙ্গে খেলার কারণে পারস্পারিক সমঝোতা তাদের মধ্যে অনেক বেশি। আর এটাই ফাইনালের আগে বাংলাদেশকে এগিয়ে রাখছে। আগামীনিউজ-এর ক্রীড়া প্রতিবেদককে দেয়া হাসিবুল হোসেন শান্তর সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :   

আগামীনিউজ : প্রথমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে কোনো দলের কাছে না হেরে। এই সাফল্যের গোপন রহস্য কী?
হাসিবুল হোসেন শান্ত : এই দলটা দুই বছর ধরে একসঙ্গে অনুশীলন করছে, এক সঙ্গে খেলছে। এখানে ওদের ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে। কোচ, ফিজিও এবং সাপোর্ট স্টাফরা তাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেগুলো তারা মাঠে কাজে লাগিয়েছে। আর এটাই তাদের সাফল্য এনে দিচ্ছে। 

আগামীনিউজ : ফাইনালে ভারতের বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন?
হাসিবুল হোসেন শান্ত : বাংলাদেশ দল যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ফাইনালে ভারতকেও হারানো সম্ভব। আমাদের কিন্তু কোনো চাপ নেই। আমরা স্বাভাবিক খেলা খেলে যাব। আমি মনে করি, বাংলাদেশ স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই ভারতকে হারানো সম্ভব। 

আগামীনিউজ : ফাইনালে ভারতকে হারানোর জন্য নিশ্চয় টিম ম্যানেজম্যান্ট ছক কষছেন। সেক্ষেত্রে বাংলাদেশের রণকৌশল কেমন হতে পারে?
হাসিবুল হোসেন শান্ত : পরিকল্পনা তো হচ্ছেই। টিম মিটিং হওয়ার পরই আসলে পরিকল্পনাটা হবে। এখন শুধু ভিডিও সেশন হচ্ছে। এ ব্যাপারটি কোচ ভালোভাবে হ্যান্ডেল করছেন। 

আগামীনিউজ : ভারতের কোন ক্রিকেটার বাংলাদেশের জন্য বিপদজ্জনক হয়ে উঠতে পারেন?
হাসিবুল হোসেন শান্ত : দেখুন, আমরা আসলে ওভাবে কাউকে টার্গেট করে খেলছি না। তাদের (ভারত) ব্যাটসম্যান-বোলারদের সামনে কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ওদের লেগ স্পিনার আছে, ফাস্ট বোলার যারা আছে....ভারত পুরো দলই ভালো। কাউকে টার্গেট করে আমরা আসলে পরিকল্পনা করছি না।

আগামীনিউজ : বাংলাদেশ ফাইনালে ওঠায় বাংলাদেশে অন্যরকম উন্মাদনা তৈরি হয়েছে। ফাইনালকে ঘিরে খানিকটা প্রত্যাশাও বেড়ে গেছে। এটা কী বাড়তি চাপ তৈরি করছে?
হাসিবুল হোসেন শান্ত : না। আমাদের টার্গেট ছিল সেমিফাইনাল অবধি পৌঁছানো। সেমিফাইনালটা আমরা পার হয়ে এসেছি। এখানে বাড়তি চাপের কিছু দেখছি না। ভালো ক্রিকেট খেললে আমরা অবশ্যই জিতব। 

আগামীনিউজ : বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতালি থেকে যুব দলকে অভিনন্দন জানিয়েছেন। নিশ্চয় ক্রিকেটপ্রেমী হিসেবে ফাইনালের আপডেটও তিনি রাখবেন। দলের ভিতরও নিশ্চয় খবরটা চলে গিয়েছে। 
হাসিবুল হোসেন শান্ত : সত্যি কথা বলতে কী খেলোয়াড়রা আপাতত এসব নিয়ে ভাবছে না। তারা বারবার ভারতের কাছে হেরে যাচ্ছে। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপের ফাইনালে হেরেছে। সে কারণেই তারা মরিয়া হয়ে উঠেছে যেভাবেই হোক ভারতকে তারা হারাতে চায়। এবার তাদের মধ্যে একটা জেদ চেপেছে। এখন অবধি তাদের যতটুকু দেখছি তারা ভালো খেলার জন্য মুখিয়ে আছে। 

আগামীনিউজ/আরবি/জকিউল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে