Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রে ৩৫টি নৌকায় অগ্নিকাণ্ড, নিহত ৮


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ১০:১৬ এএম
যুক্তরাষ্ট্রে ৩৫টি নৌকায় অগ্নিকাণ্ড, নিহত ৮

যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা রাজ্যের স্কটসবোরোর জ্যাকসন কান্ট্রি পার্কে ৩৫টি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন নিহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) এই ঘটনায় ৭ জন আহতও হন। তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাত ১২টা ৪০ মিনিটে নৌকাগুলোতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় অনেকে ঘুমিয়ে ছিলেন। এ সময় বন্দরের ছাদ ধসে পড়ে এবং অনেক নৌকা ডুবে যায়। তখন সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই ঘটনায় হতাহতদের উদ্ধারে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালানো হচ্ছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আগুন লাগার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের বিষয়ে স্কটসবোরো দমকল বাহিনীর প্রধান গেনে নেকলোস বলেন, ঘটনাটি খুবই ভয়াবহ। আমার দেখা সবচেয়ে বিধ্বংসী ঘটনা এটি ছিল। হতাহতদের উদ্ধার কার্যক্রম তিন থেকে চার দিন চালানো হবে বলেও জানিয়েছে স্কটসবোরো দমকল বাহিনীর প্রধান।

প্রসঙ্গত, স্কটসবোরো উত্তর অ্যালাব্যামার একটি শহর যেখানে প্রায় ১৪ হাজার মানুষ বসবাস করে।

আগামীনিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে