Dr. Neem on Daraz
Victory Day

নতুন দায়িত্ব পেলেন প্রিন্স উইলিয়াম


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ১০:৩৯ এএম
নতুন দায়িত্ব পেলেন প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ প্রিন্স উইলিয়ামকে নতুন রাজকীয় দায়িত্ব দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ডিউক অব ক্যামব্রিজকে স্কটল্যান্ডের জাতীয় গির্জা দ্য চার্চ অব স্কটল্যান্ডের সাধারণ পরিষদের লর্ড হাইকমিশনার নিয়োগ দিয়েছেন রানি। কিনসিংটন প্যালেসের এক টুইট বার্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রবিবার (২৬ জানুয়ারি) রাজকীয় এক ফরমান জারির মাধ্যমে উইলিয়ামকে এ দায়িত্ব দেয়া হয়। ছোট নাতি প্রিন্স হ্যারি ও নাতবৌ মার্কিন অভিনেত্রী মেগান মার্কল রাজপরিবার ছাড়ার এক সপ্তাহের মাথায় নতুন এ নিয়োগ দিলেন রানি।

উইলিয়ামকে নতুন দায়িত্ব দিয়ে রাজপরিবারের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর লর্ড হাইকমিশনার নিয়োগ দিয়ে থাকেন রানি। তারই ধারাবাহিকতায় এ নিয়োগ দেয়া হয়েছে। নতুন দায়িত্বে রাজ্য ও চার্চের মধ্যকার সম্পর্ক দেখভাল করবেন প্রিন্স উইলিয়াম।

চার্চ অব স্কটল্যান্ডের কমিশনার সাধারণত স্কটিশ বংশোদ্ভূত হন। কিন্তু রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে রাজপরিবার থেকে কমিশনার নিয়োগের নজির রয়েছে।

সম্প্রতি প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কল রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। চলতি মাসের শুরুর দিকে রাজদায়িত্ব ত্যাগ করে স্বাধীন জীবনযাপনের সিদ্ধান্ত জানান তারা।

আগামীনিউজ/ হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে