Dr. Neem on Daraz
Victory Day

চীনে ভারী বৃষ্টিপাতে নিহত ১০, নিখোঁজ ১৮


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ১১:৪৫ পিএম
চীনে ভারী বৃষ্টিপাতে নিহত ১০, নিখোঁজ ১৮

বাওডিং শহরে ভারী বৃষ্টিপাতের কারণে ১০ জন নিহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন

ঢাকাঃ চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের বাওডিং শহরে ভারী বৃষ্টিপাতের কারণে ১০ জন নিহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।

গত কয়েক দিন ধরে টাইফুন ডকসুরির প্রভাবে বাওডিংয়ের সমস্ত জেলা এবং কাউন্টিতে বন্যা হয়েছে। সেখানে গড় বৃষ্টিপাত হয়েছে ৩৫৩.১ মি.মি.।

চীনের পৌর বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দফতরের দেওয়া তথ্য অনুসারে, শনিবার বেলা ১২টা পর্যন্ত বাওডিংয়ে ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ছয় লাখ ২৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যায় সেখানে ৭৯ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। ওই অঞ্চলে মোট ৪,৪৪৮টি বাড়ি ধসে পড়েছে এবং ৭,২৮৬টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


বহু পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় বন্যা কবলিত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটা প্রথম দিকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল।


দুর্গত এলাকায় খাবার পানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্য সরবরাহ করা হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগের মতো অবকাঠামো মেরামতের চেষ্টা করা হচ্ছে।

সূত্র : জিনহুয়া


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে