Dr. Neem on Daraz
Victory Day

সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ১০:৩৭ এএম
সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ঢাকাঃ আফ্রিকার দেশ সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫২ জন। বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মাকি সাল এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

টুইটারে দেওয়া এক পোস্টে সাল জানান, সেনেগালের অন্যতম প্রধান সড়ক এন-২-এর নেগুন সার অংশে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তবে ঠিক কখন এ দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট জানা যায়নি।

নিকটস্থ লওগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুনে গুয়ে শঙ্করে রয়টার্সকে জানান, একটি যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে লওগার হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুরো শহর শোকাহত।

চলতি বছরে সেনেগালে দুটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছে। এর মধ্যে একটিতে ৪০ জন এবং অন্যটিতে ২০ জন নিহত হয়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে