Dr. Neem on Daraz
Victory Day

দক্ষিণ কোরিয়ায় তীব্র বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৫:৩৪ পিএম
দক্ষিণ কোরিয়ায় তীব্র বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২০

সংগৃহীত ছবি

ঢাকাঃ দক্ষিণ কোরিয়ায় মারাত্মক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন। এখনও দেশটির কেন্দ্রীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

তৃতীয় দিনে মুষলধারে বৃষ্টিপাতের পর সেখানে ভূমিধস শুরু হয় এবং মধ্য উত্তর চুংচেং প্রদেশে একটি বড় বাঁধের পানি উপচে আশেপাশের অঞ্চল প্লাবিত হয়।

ভারী বর্ষণে দক্ষিণ কোরিয়ার রাস্তা তলিয়ে গেছে, গাড়ি ভেসে গেছে এবং রেল চলাচল ব্যাহত হচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় সেখানকার আরও ১০ ব্যক্তি নিখোঁজ হয়েছেন এবং হাজার হাজার লোককে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


বেশিরভাগ হতাহতের খবর পাওয়া গেছে উত্তর গিয়াংসাং প্রদেশ থেকে। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে বাড়ি-ঘর ধ্বংস হয়েছে।


স্থানীয় গণমাধ্যমকে একজন জরুরি উদ্ধারকারী জানিয়েছেন, সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ অঞ্চলের বাড়িগুলো পুরোপুরি ভেসে গেছে।

এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে সহায়তা করতে বলেছেন।

দক্ষিণ কোরিয়ান কর্তৃপক্ষ বলেছেন, মধ্য চুংচেং প্রদেশের একটি ভূগর্ভস্থ টানেলে ১৯টি গাড়ি ডুবে গেছে - এতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বিবিসি


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে