Dr. Neem on Daraz
Victory Day

আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০১:৩৪ পিএম
আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প

ঢাকাঃ ইউরোপের দেশ আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বুধবার দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফাগ্রাডালসফজাল পর্বতের পাদদেশে ভূমিকম্প শুরু হয়। এই পর্বত আগ্নেয়গিরির ওপর থাকায় এখানে গত দুই বছরে ২ বার অগ্নুৎপাত হয়েছে।

আবহাওয়া সংস্থাটি জানায়, প্রায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে রাজধানী রেইকজাভিক এলাকায়।

৪টি ভূমিকম্প ৪ মাত্রার বেশি ছিল উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, পর্বত এলাকায় অগ্নুৎপাত হতে পারে।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো দিনজুড়ে অব্যাহতভাবে এই ধরনের কম্পন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া সংস্থা তাদের অ্যাভিয়েশন সতর্কতা ‘সবুজ’ থেকে বাড়িয়ে ‘কমলা’ স্তরে উন্নীত করে। মূলত রঙের এই কোডটি বিমান শিল্পকে অগ্ন্যুৎপাতের ঝুঁকি সম্পর্কে অবহিত করার জন্য ব্যবহৃত হয়।

ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল হচ্ছে আইসল্যান্ড। দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই অল্পমাত্রার ভূমিকম্প হয়।

এর আগে ২০২১ ও ২০২২ সালে রাজধানী রিকজাভিক থেকে ৪০ কিলোমিটার  (২৫ মাইল) দূরে অবস্থিত মাউন্ট ফাগরাডালসফলের কাছে লাভা ছড়িয়ে পড়েছিল। আর সক্রিয় আগ্নেয়গিরির বিরল এই দৃশ্য নিজ চোখে দেখতে হাজার হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করে থাকেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে