Dr. Neem on Daraz
Victory Day

ফ্রান্সে বিক্ষোভের চতুর্থ দিন, গ্রেফতার ৯৯৪


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৩, ০৪:৪৬ পিএম
ফ্রান্সে বিক্ষোভের চতুর্থ দিন, গ্রেফতার ৯৯৪

ঢাকাঃ বিপুল পুলিশ মোতায়েন সত্ত্বেও ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভের চতুর্থ দিনেও দাঙ্গা হয়েছে। গাড়ি ও ভবনে আগুন দেওয়া, দোকান লুট করার অভিযোগে ৯০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পুলিশের গুলিতে নিহত ১৭ বছরের কিশোরকে আজ কবর দেওয়ার প্রস্তুতি নিয়েছে নিহতের পরিবার ও বন্ধুরা।

গত মঙ্গলবার ওই কিশোরকে গাড়ি থামাতে সংকেট দেয় প্যারিস পুলিশ। কিশোর তা না মানলে খুব কাছ থেকে কিশোরকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। সেদিন রাত থেকেই গোটা ফ্রান্সজুড়ে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। 

ফরাসি সরকার অবশ্য দাবি করেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সহিংসতা কমতে শুরু করেছে। যদিও কিছু ফরাসি বিদেশি অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফরাসি গায়ানায় গুলিতে নিহত হয়েছেন ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবার ভোর পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন শহর থেকে ৯৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার হালকা সাঁজোয়া যান নিয়ে অন্তত ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে ফ্রান্স সরকার। তারপরও বিক্ষোভকারীদের দমানো যায়নি। লিয়ন, মার্সেই এবং গ্রেনোবল শহরে লুটপাট এবং ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বেশ কয়েকটি এলাকায় দিনের বেলাতেও সহিংসতা দেখা গেছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে