আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। সেই সঙ্গে রায়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গা সুরক্ষা দিতে হবে বলে জানিয়েছে দেশটি।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের এশিয়া-প্যাসিফিক বিভাগের পররাষ্ট্র উপমন্ত্রী হিদার হুইলার রায়কে স্বাগত জানান।
হিদার হুইলার বলেন, আইসিজের এ রায় তদন্ত কমিশনের নৃশংসতার চিত্র ও সুপারিশগুলোর জবাবদিহিতার জন্য প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করি। যদিও আমরা কমিশনের অনেক বিশ্লেষণের সঙ্গে একমত নই।
তিনি বলেন, আমরা মিয়ানমার সরকারকে কমিশনের সুপারিশ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলকভাবে আইন মেনে চলার জন্য উৎসাহিত করছি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত গাম্বিয়ার করা মামলার রায় দিয়েছেন। রায়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।
আইসিজে রায়ে মিয়ানমার অবশ্যই চাপে পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, আইসিজের রায়ের ফলে তারা (মিয়ানমার) অবশ্যই চাপে পড়বে, তবে কীভাবে সেটা (চাপ) প্রয়োগ করতে হবে, তা আমাদের জন্য চ্যালেঞ্জ।
আগামীনিউজ/শাই/হাসি /এনএনআর