শ্রীলংকার ইয়ালা ন্যাশনাল পার্কের পাশেই জেটউইং নামের একটি পর্যটক হোটেল আছে। আর এ হোটেলে মাঝেমধ্যেই ঢুকে পড়ে বন্য একটি হাতি। হোটেলে প্রবেশ করা হাতির একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে। ভিডিওটি ধারণ করেছিলেন ওই হোটেলেরই একজন কর্মী।
যা দেখে অনেকেই মজা করে হাতিটিকে ওই হোটেলের ‘অতিথি’ হিসেবে আখ্যা দেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় নির্বিঘ্নে হোটেলের ভেতর ঘুরে বেড়াচ্ছে হাতিটি। শুঁড় দিয়ে তুলে নিচ্ছে হোটেলে সাজিয়ে রাখা নানা রকমের জিনিসপত্র। কখনো বা হেঁটে বেড়াচ্ছে হোটেলের লবিতে।
হাতিটির ব্যাপারে অবস্থানরত অতিথিদের সতর্ক করে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। অতিথিদের সঙ্গে থাকা বিভিন্ন রকেমের ফলমূল জাতীয় খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রকে নিরাপদ দূরত্বে রাখার নির্দেশ দেয়া হয়।
আগামীনিউজ/এমএন/এনএ