Dr. Neem on Daraz
Victory Day

২৪ টি প্রাচীন মূর্তির সন্ধান মিলল ইতালিতে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০২:০৪ পিএম
২৪ টি প্রাচীন মূর্তির সন্ধান মিলল ইতালিতে

ঢাকাঃ ইতালিতে অনুসন্ধান চালানোর পর প্রাচীনকালের ২৪টি সুসংরক্ষিত ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে। দশটির তাসকানির সান ক্যাসিয়ানো দেই বাগনিতে এসব মূর্তি মিলেছে। 

অনুসন্ধানকারী ইতালীয় প্রত্নতাত্ত্বিক দল জানিয়েছে, মূর্তিগুলো রোমানিয়ান সাম্রাজ্যের ইট্রুস্কান সভ্যতার।

অনুসন্ধান দায়িত্বে থাকা প্রত্নতাত্ত্বিক জ্যাকোপো তাবোলি বলেন, “অনুসন্ধানের ফলে হওয়া আবিষ্কারটি নতুন ইতিহাস করবে। প্রাচীন ইতালিতে আবিষ্কৃত ইট্রুস্কান এবং রোমান যুগের সবচেয়ে বেশি পরিমাণে ব্রোঞ্জের মূর্তি রয়েছে তুসকানে। পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটি অন্যতম গুরুত্বপূর্ণ।”

মূর্তিগুলোর আশপাশে পাওয়া গেছে প্রায় ৬ হাজার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জমুদ্রা। এগুলো যিশুখ্রিষ্টের জন্মের আগের দু শ বছর এবং তার মৃত্যু-পরবর্তী এক শ বছরের মধ্যে তৈরি করা হয়েছিল। এই সময়টিতে প্রাচীন টাসকেনির সবচেয়ে বড় পরিবর্তন সংঘটিত হয়। তখনই শেষ হয় ইট্রুস্কানদের রাজত্ব এবং শুরু হয় রোমানদের শাসন।

খননকাজের প্রধান জাকোপো টাবল্লি জানান, মূর্তিগুলোকে পানিতে অর্পণ করেছিলেন সে সময়কার মানুষরা। তারা বিশ্বাস করতেন, পানিতে কিছু দান করলে পানিও তাদের কিছু দান করবে। ফলে হাজার বছর ধরে পানিতেই সংরক্ষিত ছিল ব্রোঞ্জের তৈরি এই মূর্তিগুলো।

খননকাজ শেষ হওয়ার পর শিল্পকর্মগুলোকে পাঠানো হবে গ্রোসেটোর এক রেস্টোরেশন ল্যাবে। সেখান থেকে সেগুলোকে পাঠানো হবে সান কেসিয়ানো জাদুঘরে। সেখানে এগুলো প্রদর্শনীর জন্য রাখা হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে