Dr. Neem on Daraz
Victory Day

সন্তান জন্ম দিলে সাড়ে ছয় লাখ টাকা!


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০৬:২৫ পিএম
সন্তান জন্ম দিলে সাড়ে ছয় লাখ টাকা!

প্রথম সন্তান জন্ম দিলে মা-বাবা পাবেন এককালীন সাত হাজার ছয়শ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা। দেশের জন্মহার কমে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ জনগণকে সন্তান জন্ম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে এই আর্থিক প্রণোদনা ঘোষণা করেন তিনি।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গত বুধবার (১৫ জানুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

এর আগে ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেওয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে৷ ঐ সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল৷ তার প্রভাব এখন আবার পড়ছে।

এছাড়া শিশু সন্তান আছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন পুতিন৷ বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত অর্থ সহায়তা পাবেন তারা।

আগামীনিউজ/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে