Dr. Neem on Daraz
Victory Day

কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:৪৫ এএম
কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকাঃ কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির পশ্চিমের সান লুইস অঞ্চলে এ হামলার ঘটনার ঘটে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তিনি দেশের প্রায় ৬০ বছরের সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়ার পর এটি নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে মারাত্মক হামলা।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার অফিসাররা যে গাড়িতে যাচ্ছিলেন সেটিতে বিস্ফোরক দিয়ে হামলা চালালে তারা নিহত হন।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটবার্তায় বলেন, 'আমি সান লুইস, হুইলায় জোরপূর্বক বিস্ফোরক দিয়ে হামলা প্রত্যাখ্যান করছি, যেখানে আট পুলিশ মারা গিয়েছেন। তাদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করছি। এই কাজগুলো সম্পূর্ণ শান্তির জন্য একটি সুস্পষ্ট নাশকতা। তদন্তের জন্য আমি কর্তৃপক্ষকে এলাকায় যেতে বলেছি।'

প্রেসিডেন্ট পেট্রো এম-১৯ বিদ্রোহী আন্দোলনের সাবেক সদস্য। তিনি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে 'সম্পূর্ণ শান্তি' খোঁজার প্রতিশ্রুতি দিয়েছেন।

পেট্রো শুক্রবার হামলার সন্দেহভাজন অপরাধীদের নাম উল্লেখ করেনি, তবে নিরাপত্তা সূত্রে জানা গেছে যে, এফএআসি বিদ্রোহী আন্দোলনকারীরা এই এলাকায় সক্রিয়।

কলম্বিয়ার সরকার, বামপন্থী বিদ্রোহীদের, ডানপন্থী আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালান চক্রের মধ্যে দ্বন্দ্বে ১৯৮৫ থেকে ২০১৮ সালের মধ্যে কমপক্ষে সাড়ে চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে