Dr. Neem on Daraz
Victory Day

যৌথ নিরাপত্তা কৌশল গ্রহণ করুন, উপসাগরীয় দেশগুলোর প্রতি রাশিয়া


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০৫:৫৫ পিএম
যৌথ নিরাপত্তা কৌশল গ্রহণ করুন, উপসাগরীয় দেশগুলোর প্রতি রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি অভিন্ন নিরাপত্তা কৌশল গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, একতরফা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে বিশ্বের সামনে এখন সময় এসেছে।

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ আরো বলেন, ‘সম্মিলিতভাবে একটি নিরাপত্তা কৌশল গ্রহণের জন্য আমরা পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। তাদেরকে এজন্য পরস্পরের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে এবং একে অপরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ জানাতে হবে।’

ল্যাভরভ বলেন, ‘পারস্য উপসাগরীয় এলাকায় যেসব ঘটনা ঘটছে তাতে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন।’ পাশাপাশি তিনি বলেন, একতরফা নিষেধাজ্ঞা আজকের দুনিয়ায় বড় রকমের সমস্যা হয়ে দেখা দিয়েছে। এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে এখন আর কাজও করছে না।

গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী কায়দায় হত্যা করে। এরপর ৮ জানুয়ারি ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধমূলক হামলা চালায়। এ অবস্থায় যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড সামরিক ও রাজনৈতিক উত্তেজনা চলছে তখন ল্যাভরভ অভিন্ন নিরাপত্তা কৌশল গ্রহণের কথা বললেন। সূত্র : পার্সটুডে


আগামীনিউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে