Dr. Neem on Daraz
Victory Day

হবু বউ ফেল করতে পারে জেনে স্কুলে আগুন দিলো বর


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৯:০৯ এএম
হবু বউ ফেল করতে পারে জেনে স্কুলে আগুন দিলো বর

ঢাকাঃ স্কুলে পরীক্ষা দিয়েছিলেন হবু স্ত্রী। কিন্তু সেই পরীক্ষায় স্ত্রী পাস করা নিয়ে সন্দেহ ছিল। তাই স্কুলের নিয়ন্ত্রণ কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে হবু বর। এ ঘটনায় ২১ বছরের ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এ ঘটনা ঘটেছে মিশরের গারবিয়া এলাকায়।

শনিবার (২৭ আগস্ট) পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এ তথ্য জানায়।

গারবিয়া প্রশাসনিক অঞ্চলের পুলিশ জানিয়েছে, ওই তরুণকে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনও তদন্ত চলছে।

জানা গেছে, ২১ বছর বয়সী ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন লাগিয়ে দেন। তিনি এর আগে জানতে পারেন যে এ বছরের পরীক্ষায় তার নববধূ পাস নাও করতে পারেন। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের পর ওই তরুণ জানায়, তার বাগদত্তা পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা আরো এক বছর পিছিয়ে যাবে। কারণ তার হবু বধূকে পরীক্ষায় পাসের জন্য পুনরায় এক বছর স্কুলে পড়তে হবে। পরীক্ষার ফলাফলের কপি যাতে নষ্ট হয়ে যায় সেজন্য তিনি স্কুলে আগুন দিয়েছেন।

ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও স্কুলের অধ্যক্ষের কার্যালয় ও কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, কিছু শিক্ষার্থীর নথিও নষ্ট হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যান ওই যুবক। পরে তাকে আটক করে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ বলছে, স্কুলের কন্ট্র্রোল রুমে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখান থেকে নিজ গ্রামের আশপাশের কোনও স্থানে পালিয়ে যান ওই যুবক। পরে স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনার প্রত্যক্ষদর্শীরা ওই যুবকের পালিয়ে আশ্রয় নেওয়ার স্থানের তথ্য কর্তৃপক্ষকে জানান। এমনকি তারা ওই যুবকের চেহারার সুনির্দিষ্ট বর্ণনাও দেন।

সংশ্লিষ্ট আদালতকে পরিস্থিতি সম্পর্কে অবহিত না করা পর্যন্ত ওই যুবক কারা হেফাজতে থাকবেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে