Dr. Neem on Daraz
Victory Day

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: জুন ৪, ২০২২, ০৯:২৮ এএম
আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশের এক যুবক। বাংলাদেশি মু্দ্রায় এই অর্থপুরস্কারের মূল্য প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা। শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে এ টিকেট কিনেছিলেন মুহাম্মদ আরিফ।

আরিফ খান বাংলাদেশের ঢাকার বাসিন্দা। ৩৬ বছর বয়সী এ বাংলাদেশি শারজাহতে থাকেন, সেখানে তার একটি মোটর রিপেয়ারিং দোকান আছে। গত তিন বছর ধরে তিনি লটারি কিনছিলেন।

আরিফ খান জানান, ১২ বছর তিনি সৌদি আরবে ছিলেন। সেখানে ব্যবসায় লোকসান গুনেছেন। শারজাহতে চার বছর ধরে আছেন, এখানে ব্যবসা ভাল চলছে। তার দুটি সন্তান স্ত্রী, বাবা ও মা আছেন।

বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।

তার কথায়, টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি চাই না, এটি আমাকে বদলে দিক। এই অর্থ আমি অন্যদের সাহায্যে কাজে লাগাতে চাই।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে