Dr. Neem on Daraz
Victory Day

কিউবায় পাঁচতারকা হোটেলে বিস্ফোরণ, নিহত ২২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২২, ০৯:২১ এএম
কিউবায় পাঁচতারকা হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

ঢাকাঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কিউবার হাভানায় অবস্থিত আইকনিক পাঁচতারকা হোটেল সারাতোগা। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় আরও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, ওল্ড হাভানার সারাতোগা হোটেলের পাশে থাকা গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত। এর কারণে হোটেলের অন্তত বেশ কয়েকটি ফ্লোর ধ্বংস হয়ে গেছে। 

স্থানীয় স্বাস্থ্য তর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক টুইটে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

টুইট বার্তায় প্রেসিডেন্সি জানিয়েছে যে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হোটেলের গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে জানানো হয়েছিল বিস্ফোরণের পর ১৩ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের মতে, এদিন সকালে প্রতিদিনর মতোই হোটেলটি খোলা ছিল। হঠাৎ হোটেলের বাইরের থাকা বাস ও গাড়ির কাছে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে হোটেলের তিনটি ফ্লোর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিবিসি বলছে, করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চারদিনের মধ্যে ঐতিহাসিক এই হোটেলটি পুনরায় চালু হওয়ার কথা ছিল। তবে বিস্ফোরণের পর হোটেলের ধ্বংসাবশেষ এখন পড়ে আছে। এছাড়া হোটেলটির বাইরের দেয়ালের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

এদিকে বিস্ফোরণের পর হোটেলের ধ্বংসাবশেষের ভেতরে আটকে থাকা সম্ভাব্য মানুষদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে কিউবান কর্তৃপক্ষ। কিউবার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে। এছাড়া আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এই হোটেলের একটি ব্লকে বসবাস করতেন ইয়াজিরা দে লা কারিদাদ। সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, ভেবেছিলাম (বিস্ফোরণটি) একটি ভূমিকম্প। অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা আকাশে কালো ধোঁয়া ও ধুলোর মেঘ উড়তে দেখেছেন।

এছাড়া সারাতোগা হোটেলের পেছনে একটি স্কুল রয়েছে। তবে বিস্ফোরণের কারণে সেখানে কোনো ক্ষতি হয়নি। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর স্কুলের সকল শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেলটি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা অন্য কোনো হামলা ছিল না। এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।’

হাভানা শহরের কেন্দ্রে অবস্থিত সারাতোগা হোটেলটি সবচেয়ে জনপ্রিয়। হোটেলটি ১৯৩০ সালে নির্মাণ করা হয়। হোটেলে মোট ৯৬টি ঘর রয়েছে, যা ২০০৫ সালে সংস্কারের পর চালু হয়।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে