Dr. Neem on Daraz
Victory Day

করোনায় আক্রান্ত হলেন আইএমএফ প্রধান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ১২:১০ পিএম
করোনায় আক্রান্ত হলেন আইএমএফ প্রধান

ঢাকাঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে মুখপাত্র গেরি রাইস জানিয়েছেন, আইএমএফ প্রধান করোনা আক্রান্ত হয়েছেন, তবে তার মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে থেকে কাজ করছেন তিনি।

ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনার ডোজ সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজও নিয়েছেন বলেও জানান তিনি।

এএফপি বলছে, ওয়াশিংটনে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে অনেক এলিট ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমল্যা হ্যারিস এবং মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্য রয়েছেন। সর্বশেষ করোনায় আক্রান্তের তালিকায় বৃহস্পতিবার যুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে