Dr. Neem on Daraz
Victory Day

দক্ষিণ আফ্রিকার বন্যায় ৩৪১ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১২:২১ পিএম
দক্ষিণ আফ্রিকার বন্যায় ৩৪১ জনের মৃত্যু

ঢাকাঃ দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় প্রদেশে বন্যায় ৩৪১ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিপাতে প্রলয়ঙ্করী বন্যার মুখোমুখি হয়েছে দেশটি।

শুক্রবার (১৫ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে। সম্ভাবনা রয়েছে আরও বৃষ্টিপাতের।

এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার সিহলে জিকালালা বলেন, ‘‘বন্যায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি নাগরিক। আমাদের প্রদেশ এবং সম্ভবত আমাদের দেশের ইতিহাসে একটি নজিরবিহীন বিপর্যয়।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা নিশ্চিত করতে পারি যে ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’’

সোমবার (১১ এপ্রিল) শুরু হওয়া ভারী বর্ষণে তলিয়ে গেছে বাড়িঘর, মহাসড়ক এবং সেতু। অবিরাম বর্ষণে অঞ্চলটিতে অবস্থিত দেশটির ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে একটিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এরপর প্রদেশটিকে বুধবার (১৩ এপ্রিল) একটি দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়।

বুধবার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর এটিকে ‘স্পষ্টতই জলবায়ু পরিবর্তনের অংশ’ হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রপতি রামাফোসা বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবিলা করার জন্য আমাদের যা করা দরকার তা আমরা আর স্থগিত করতে পারি না। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা একটি উচ্চ স্তরে থাকা দরকার।’’

রামাফোসার দাবির সাথে মিল রয়েছে বিশেষজ্ঞদের মন্তব্যেরও। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে অঞ্চলটির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আগামী কয়েক দশকে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করছেন তারা।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে