Dr. Neem on Daraz
Victory Day

টানা তুষারপাতে বিপর্যস্ত সিকিম


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৯:৫৪ এএম
টানা তুষারপাতে বিপর্যস্ত সিকিম

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টানা তুষারপাতে ভারতের সিকিমে আটকা পড়েছে অসংখ্য পর্যটক। তাদের নিরাপদে আশ্রয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, টানা তুষারপাতের মধ্যে অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকা পড়েছে। তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিকিমের ছাঙ্গুতে এখনো এক হাজার ১২৭ জন পর্যটক রয়েছেন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে।

দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ভালো না হলে ও রাস্তা থেকে বরফ সরানো না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব হবে না। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে