Dr. Neem on Daraz
Victory Day

ফ্রান্সে একদিনে ১ লাখের বেশি করোনা শনাক্ত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:৩০ এএম
ফ্রান্সে একদিনে ১ লাখের বেশি করোনা শনাক্ত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ফ্রান্সে ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা মহামারিকালে সর্বোচ্চ। সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে শঙ্কায় দেশটির সরকার।

এরইমধ্যে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু করছেন।

এদিকে এক দিনে ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হয়। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।

শনিবার পোপ ফ্রান্সিস করোনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন। তিনি গরিবদের ভ্যাকসিন নিশ্চিত করা এবং সবার জন্য চিকিৎসা সুবিধা দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।ৱ

ওমিক্রনের সংক্রমন রোধে বড়দিনের ছুটির মাঝেই বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের যাত্রীরা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে