Dr. Neem on Daraz
Victory Day

ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের আঘাতে নিহত বেড়ে ৩৭৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৯:৪১ এএম
ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের আঘাতে নিহত বেড়ে ৩৭৫

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ফিলিপাইনে শক্তিশালী টাইফুন রাইয়ে এখন পর্যন্ত ৩৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫শ জন এবং নিখোঁজ আছেন কমপক্ষে ৫৬ জন।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে ঝড়ের পর ৩ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ও সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলো ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সিয়ারগাও দ্বীপে যখন আছড়ে পড়েছিল রাই, সে সময় ওই দ্বীপে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

দুই দিনের ঝড়ের তাণ্ডব ও প্রবল বৃষ্টিতে ভূমিধস এবং গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দেশটির বেশিরভাগ রাস্তাঘাট। 

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের ফিলিপাইন শাখা এক বিবৃতিতে জানিয়েছে, টাইফুন রাইয়ের কারণে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যে ধ্বংসযজ্ঞ চলেছে- তাকে কেবল 'হত্যাযজ্ঞে'র সঙ্গেই তুলনা করা যায়।

ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের অন্যতম আকর্ষণীয় পর্যটন দ্বীপ বোহল। দ্বীপটিতে মারা গেছেন মোট ৭৪ জন। 

এছাড়া, টাইফুনের কারণে ব্যাপক বিপর্যয় ঘটেছে সিয়ারগাও, দিনাগাত ও মিন্দানাও দ্বীপেও। ঝড়ো বাতাস, প্রবল ‍বৃষ্টি ও ভূমিধসে বিদ্যুৎ ও মোবাইল টাওয়ার উপড়ে যাওয়া ও সড়গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় আছেন দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের কয়েক কোটি মানুষ।

সেনাবাহিনী, পুলিশ ও কোস্টগার্ডের কয়েক হাজার সদস্য যোগ দিয়েছেন  উদ্ধার তৎপরতায়।

বিশ্বের সবচেয়ে জলবায়ুগত দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি হলো ফিলিপাইন। প্রতিবছর গড়ে ২০ টি টাইফুন দেশটির বিভিন্ন অংশে আঘাত হানে।

তবে দেশটির জলবায়ুবিদরা জানিয়েছেন, ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টাইফুন ছিল রাই। সূত্র: বিবিসি

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে