Dr. Neem on Daraz
Victory Day

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৬০


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ১০:২৫ এএম
হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৬০

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ হাইতিতে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে  অন্তত ৬০ জন নিহত হয়েছে। সোমবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ হাইতিয়েনে এ ঘটনা ঘটেছে।

নগরীর উপমেয়র প্যাট্রিক আলমনর জানিয়েছেন, এ পর্যন্ত ৬০ জন মারা গেছেন। পুরো পরিস্থিতি জটিল। আহতদের বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন।

তিনি বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পেয়েছি এবং শহরের বিভিন্ন হাসপাতালে অর্ধশত আহত রয়েছে। প্রায় অর্ধশত বাড়ি আগুনে পুড়ে গেছে। এগুলোর অধিকাংশই দ্রুত ধ্বংস করতে হবে।’

প্যাট্রিক বলেন, ‘এ দুভার্গ্যজনক ঘটনায় নগরীর বিপুল পরিমাণ সহযোগিতা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার সাহায্যের প্রস্তাব দিয়েছে, আমরা এটি দেখার অপেক্ষায় আছি। আমাদের বিশ্বাস, কেন্দ্রীয় সরকার যা দেবে তারচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন আমাদের, পরিস্থিতি জটিল।’

স্থানীয় কর্মকতারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

এই ঘটনায় তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে