Dr. Neem on Daraz
Victory Day

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১১:২২ এএম
ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি দেশটির পূর্বাঞ্চলীয় একটি দ্বীপে আঘাত হানে। দেশটির আবহাওয়া বিভাগ এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। 

যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক হিসাবে তাৎক্ষণিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৩ বলে উল্লেখ করা হয়।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার বা ৬২১ মাইল উপকূলীয় এলাকায় সুনামি আঘাত হানতে পারে।

এই ভূমিকম্পের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: সিএনএন 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে