Dr. Neem on Daraz
Victory Day

ইতালিতে চারতলা ভবন ধস, নিখোঁজ ১২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০১:৪৪ পিএম
ইতালিতে চারতলা ভবন ধস, নিখোঁজ ১২

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে তিনটি শিশুসহ ১২ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটে।

দাপ্তরিক টুইটার একাউন্টে জানিয়েছে ইতালির দমকল বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাশের দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।

এএনএসএ জানিয়েছে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। নিখোঁজ লোকজনের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন, তারা প্রথম সন্তান আগমণের অপেক্ষায় ছিলেন। 

দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ ও দুই জন নারীকে উদ্ধার করেছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে