Dr. Neem on Daraz
Victory Day

নাইজেরিয়ায় ৩০ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১০:৪১ এএম
নাইজেরিয়ায় ৩০ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নাইজেরিয়ায় দস্যুদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন বাসের ৩০ যাত্রী। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। দেশটির প্রশাসন মৃতের সংখ্যা ১৭ জনের বলে দাবি করলেও স্থানীয় কয়েকজনের ভাষ্য তারা কমপক্ষে ৩০টি মৃতদেহ গুণেছেন এবং নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সোকোটো রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নাইজেরিয়া পুলিশের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, সাবোন বির্নি এবং বোর্নো রাজ্যের গিদান বাওয়া গ্রামের সঙ্গে সংযোগকারী একটি সড়কে চলা বাসটিতে অতর্কিত আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। বাসে যারা আগুন দিয়েছে তারা স্থানীয়ভাবে দস্যু বলে পরিচিত। গতবছরও দেশটির উত্তরাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করেছিল তারা।

তবে উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় দুজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং মৃতদেহগুলো এতোটাই বেশি পুড়ে গিয়েছে যে শনাক্ত করা সম্ভব ছিলো না। তারা আরো জানিয়েছেন, তারা নারী ও শিশুসহ কমপক্ষে ৩০টি মৃতদেহ গুণেছেন।

নাইজেরিয়া ওই সশস্ত্র সন্ত্রাসীরা এখন পর্যন্ত বহু হামলা চালিয়েছে আর এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। গেলো বছর গ্রামবাসী ও হাইওয়ের যাত্রীদের ওপর হামলা চালায় তারা। সেই সাথে শত শত স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে