Dr. Neem on Daraz
Victory Day

২ বছর কমানো হল সু চির কারাদণ্ড


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ১২:০৮ পিএম
২ বছর কমানো হল সু চির কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ‘গণ অসন্তোষে উসকানি’ এবং ‘কোভিডবিধি ভাঙার’ অভিযোগে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়েছে।

দেশটিতে সামরিক বাহিনী দ্বারা নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমার ভিত্তিতে কারাদণ্ড কমানো হয়েছে বলে সোমবার জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় টিভি।

একই মামলায় সাবেক প্রেসিডেন্ট উইন্ত মিন্তও পান সমান সাজা। তবে রায়ের শুনানিতে পরে জানানো হয়, সাধারণ ক্ষমার আওতায় কমানো হয়েছে সু চির দণ্ডের পরিমাণ।

এর মধ্যে প্রথম মামলায় দুই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার মিয়ানমারের একটি আদালত তাকে চার বছরের কারাদণ্ডের রায় দিয়েছিল।

তার বিরুদ্ধে ভোট জালিয়াতি, দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন এবং লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার ১১টি মামলা রয়েছে। যদিও প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করছেন সু চি। আদালতে সেসব প্রমাণিত হলে ৭৬ বছরের রাজনীতিককে ভোগ করতে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।

প্রসঙ্গত, চলতি বছর ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে