Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীর গুলি, নিহত ৩


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৯:৩৬ এএম
যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীর গুলি, নিহত ৩

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর গুলিতে অপর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। 

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। 

একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগানের অক্সফোর্ড শহরের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০টি গুলি চালায়। তবে কেন সে এই হামলা চালিয়েছে তার কারণ জানা যায়নি। 

হামলাকারী ওই কিশোর একই স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং হামলাকারী আত্মসমর্পণ করে। সূত্র: রয়টার্স 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে