Dr. Neem on Daraz
Victory Day

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১২:৪১ পিএম
ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

ফাইল ছবি

ঢাকাঃ চারদিন পর ভারতের দৈনিক কোভিড সংক্রমণ আবার ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন।

ভারতের সব রাজ্যের মধ্যে কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। কার্যত ওই রাজ্যে সংক্রমণ বাড়ার জেরে মোট সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কেবল কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার।

ভারতের অন্য রাজ্যগুলোয় এক হাজারের নিচেই রয়েছে আক্রান্তের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জন।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে ৩৮৪ জনই কেরালায়। মহারাষ্ট্র ৫০, তামিলনাড়ুতে ১৭ এবং পশ্চিমবঙ্গে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকি রাজ্যগুলোতে মৃতের সংখ্যা দশের নিচে।

আক্রান্ত ১০ হাজার ছাড়ানোয় সক্রিয় রোগী বেড়েছে ১৯৩ জন। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার জন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে