Dr. Neem on Daraz
Victory Day

দক্ষিণ চীন সাগরে জাপান-আমেরিকার মহড়া


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১১:১০ এএম
দক্ষিণ চীন সাগরে জাপান-আমেরিকার মহড়া

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া চালিয়েছে জাপান এবং আমেরিকা।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাপানের মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স। খবর পার্স টুডে

বিবৃতিতে বলা হয়, মহড়ায় হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ জেএস কাগা এবং আমেরিকার দুটি পেট্রোল এয়ারক্রাফটসহ চারটি জাপানি এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নেয়।

মূলত প্রথমবারের মতো দেশ দুটি আঞ্চলিক পানিসীমায় সাবমেরিন বিরোধী যে সামরিক মহড়া চালাচ্ছে তার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে এই মহড়া চালানো হলো।

জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ হিরোশি ইয়ামামুরা বলেন, আমরা যেকোন সমুদ্রসীমায় মহড়া পরিচালনা করতে পারি তা এই মহড়ার মধ্যদিয়ে পরিষ্কার করে দিয়েছি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে