Dr. Neem on Daraz
Victory Day

সৌদি জোটের হামলায় ১৫৭ হুথি বিদ্রোহী নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১২:০৩ পিএম
সৌদি জোটের হামলায় ১৫৭ হুথি বিদ্রোহী নিহত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি জোটের হামলায় ১৫৭ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। একইসঙ্গে ১৪টি সামরিক যানও ধ্বংস হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে দাবি সৌদি আরবের।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মারিব প্রদেশের দুটি পৃথক স্থানে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া মারিব শহরের পশ্চিমে অবস্থিত সিরওয়াহ এলাকায়ও হামলা চালায় সৌদি জোট।

সৌদি জোটের দাবি, চলতি বছরের ১১ অক্টোবর থেকে মারিব ও এর আশপাশে চালানো বিমান হামলায় প্রায় ২ হাজার হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের ক্ষয়ক্ষতির কথা খুব কমই প্রকাশ করে থাকে।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সূত্র: আরব নিউজ

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে