Dr. Neem on Daraz
Victory Day

যে দেশে সন্তান নিলেই বেতনসহ এক বছরের ছুটি!


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ১০:৩৬ এএম
যে দেশে সন্তান নিলেই বেতনসহ এক বছরের ছুটি!

ছবি: সংগৃহীত

ঢাকাঃ চীনে সরকারিভাবে একাধিক সন্তান গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগের পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী ওই প্রদেশে কোনো নারী কর্মী সন্তান গ্রহণ করলে পূর্ণ বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন।

বর্তমানের চীনের শানজি প্রদেশে সন্তান জন্মের পর নারী কর্মীরা ১৬৮ দিনের ছুটি কাটাতে পারেন। কিন্তু ওই প্রদেশের সরকার এ ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে। এ ব্যাপারে জনমত যাচাইয়ের প্রক্রিয়াও চলছে। একই সঙ্গে তৃতীয় সন্তান নিলে পুরুষকেও ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ভাবছে তারা। খবর রয়টার্স ও ইওন নিউজের।

জনসংখ্যার দিক থেকে বিশ্বে চীন এগিয়ে থাকলেও বিগত বছরগুলোতে এ সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। সেই কারণে দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। গত মে মাসে চীনের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দম্পতিরা চাইলে একাধিক সন্তান নিতে পারবেন। এ প্রসঙ্গে গত আগস্টে পরিবার পরিকল্পনা সংশোধন আইন পাসের মধ্য দিয়ে তিন সন্তান নীতি গ্রহণ করেছে বেইজিং কতৃপক্ষ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে