Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাজ্যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৯:৫১ এএম
যুক্তরাজ্যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহত

ছবি: সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে একটি টানেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।

বিবিসির খবরে বলা হয়, সলসবেরি স্টেশনের কাছের একটি টানেলের ভেতরে প্রথমে একটি ট্রেনের সাথে কিছুর একটা ধাক্কা লাগে। এতে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এরপর সিগন্যালজনিত ত্রুটির কারণে আরেকটি ট্রেন এসে ওই ট্রেনকে ধাক্কা দেয়। ঘটনার পর দুই ট্রেনের চালকের মধ্যে একটি ট্রেনের চালক আটকা পড়েন, সেখানে প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেন।

স্থানীয় পুলিশ এক টুইটে জানিয়েছে, ট্রেন দুটি সলসবেরি ও অ্যানডোভার শহরের মধ্যে চলাচল করত।

এদিকে দুই ট্রেনের সংঘর্ষকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে দেখছে স্থানীয় ডোর্সেট অ্যান্ড উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে