ঢাকাঃ জাপানের রাজধানী টোকিওর একটি যাত্রীবাহী বিমানে ছুরি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) ট্রেনে আগুন লাগার আগে এক ব্যক্তি সাঁই সাঁই করে ছুরি ঘুরিয়ে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন।
এনএইচকে টেলিভিশন জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তার বয়স ২০-এর কোঠায়। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
তবে কী কারণে সে এভাবে নৃশংস হামলা চালিয়েছে, তা জানা সম্ভব হয়নি। টোকিও পুলিশ কর্মকর্তারা বলেন, কোকুরিয়ো স্টেশনের কাছে কেইয়ো ট্রেনের ভিতরে হামলার ঘটনা ঘটেছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, অগ্নিনির্বাপনকর্মী, পুলিশ কর্মকর্তা ও প্যারামেডিকস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। যাত্রীদের অনেকেই ট্রেনের জানালা দিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়েছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, আরেকটি গাড়ি থেকে লোকজন পালাচ্ছেন। গাড়িটি থেকে আগুনের ঝলকানি বের হচ্ছে। এনএইচকে বলছে, যাত্রীদের ছুরিকাঘাত করার পর তেলের মতো তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে হামলাকারী।
ভিডিওধারণকারী সুনসুকি কিমুরা নামের এক জাপানি বলেন, আমি যাত্রীদের বেপরোয়াভাবে পালাতে দেখেছি। তখনো আমি জানতাম না আসলে কী ঘটেছে ট্রেনে। আমি বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছি। ট্রেন থেকে ধোঁয়া ভেসে আসছিল।
গেল দুমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ছুরি হামলার ঘটনা ঘটেছে টোকিওতে। আগস্টে টোকিও অলিম্পিকের বিদায়ী অনুষ্ঠানের একদিন আগে একটি যাত্রীবাহী ট্রেনে ১০ জনকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারী বলেন, তিনি সুখি দেখতে এক নারীকে হামলা করতে চেয়েছিলেন।
আগামীনিউজ/শরিফ