Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৮:৫০ এএম
বিশ্বে করোনায় আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে আরও ৯ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫ লাখ ১২ হাজার ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জনের। আর মোট শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৮৬ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৬১ জন। মারা গেছেন এক হাজার ৫৮৪ জন। এ নিয়ে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন ও মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৩৬১ জনে।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১২৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫৮২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৫২ হাজার ৬০১ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৮৯৮ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৫৬ হাজার ১৮ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেণ ৭৩৪ জন এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৪২ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৪১ জন। সেরে উঠেছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে