Dr. Neem on Daraz
Victory Day

সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় ইয়েমেনে ২৬৪ হুতি বিদ্রোহী নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৯:৩৯ এএম
সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় ইয়েমেনে ২৬৪ হুতি বিদ্রোহী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকাঃ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল-গ্যাস সমৃদ্ধ মারিব অঞ্চলে গত তিন দিনে ২৬৪ জনেরও বেশি হুতি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৪ অক্টোবর) জোটের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কৌশলগত শহর মারিবের কাছে গত তিন দিনে ২৬৪ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

জোটের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, মারিবের ৫০ কিলোমিটার দক্ষিণের আল-জাওবা এবং আল-কাসসারার ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে হামলায় হুতি বিদ্রোহীদের ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। এ সময় ২৬৪ জনের বেশি হুথি সদস্য নিহত হয়।

তবে সৌদি জোটের এই বিবৃতির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি এএফপি। এছাড়া, এই হামলা নিয়ে হুতিদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত আবদে রাব্বু মনসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে।

হাদি রিয়াদে পালিয়ে যাওয়ার পর তাকে ফের ইয়েমেনের ক্ষমতায় বসাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের মার্চে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। এরপর থেকে দুপক্ষের লড়াই ও জোট বাহিনীর নির্বিচার বিমান হামলায় লাখো ইয়েমেনি নিহত হয়েছেন। যদিও দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব শহর ও এলাকা হুতিদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে।

সৌদি জোটের অবরোধের মধ্যে থাকা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে