Dr. Neem on Daraz
Victory Day

আফগানিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০১:০৬ পিএম
আফগানিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানের কুন্দুজে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে চালানো বোমা হামলাটি ছিল আত্মঘাতী। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের আফগানিস্তান শাখা আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসন প্রোভিন্স)। শনিবার (৯ অক্টোবর) প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার জুমার নামাজে হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। তবে স্থানীয় হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, নিহতের সংখ্যা ৭০ থেকে ৮০ হতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন বোমা বিস্ফোরণের আগে মসজিদে নামাজ পড়তে তিন শতাধিক মুসল্লি জড়ো হয়েছিলেন। আকস্মিক আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

এখনও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এমন হামলার ঘটনায় আতঙ্ক বেড়েছে দেশটির সাধারণ মানুষের ভেতর। তালেবান ক্ষমতা গ্রহণের পর এটিই আফগানিস্তানে সবচেয়ে বড় হামলার ঘটনা। সম্প্রতি রাজধানী কাবুলসহ একাধিক জায়গায় হামলা হয়। এর মধ্যে কয়েকটির দায় স্বীকার করে আইএস। 

​​​​​​আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে