Dr. Neem on Daraz
Victory Day

থাইল্যান্ডে ৭০ হাজার ঘরবাড়ি প্লাবিত, ব্যাংককে সতর্কতা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:১৮ পিএম
থাইল্যান্ডে ৭০ হাজার ঘরবাড়ি প্লাবিত, ব্যাংককে সতর্কতা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ থাইল্যান্ডে বন্যায় উত্তর ও মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে ৭০ হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। এই ঘটনায় ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজধানী ব্যাংককে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। ব্যাংককের কিছু এলাকার সুরক্ষার জন্য থাই কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে।

থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দিয়ানমু সৃষ্ট বন্যার ফলে মধ্যাঞ্চলসহ ৩০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ উজানে বাঁধ খুলে দেওয়ার পর চাও ফ্রেয়া নদীর পানি বেড়েছে।

সৈন্যরা মঙ্গলবার ব্যাংকক থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে পুরনো রাজকীয় রাজধানী আয়ুথায়াসহ প্রাচীন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও অন্যান্য স্থান রক্ষায় বাঁধ তৈরি করেছে এবং বালির ব্যাগ ফেলেছে বলে খবরে বলা হয়।

খবর এএফপির।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে