Dr. Neem on Daraz
Victory Day

পশ্চিম তীরে সংঘর্ষে ৪ ফিলিস্তিন নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৯:২৩ পিএম
পশ্চিম তীরে সংঘর্ষে ৪ ফিলিস্তিন নিহত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পশ্চিম তীরে হামাসের একটি ঘাঁটি ধ্বংস করার জন্য রোববার ইসরাইলি অভিযানের প্রেক্ষিতে একাধিক স্থানে মারাত্মক বন্দুকযুদ্ধ শুরু হলে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ কথা জানায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি গুলিতে মোট চারজন মারা গেছে। জেনিনের কাছে বুরকিনে একজন ও তিনজন জেরুজালেমের কাছে বেদুতে প্রাণ হারায়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যামনন শেফলার এএফপিকে ৪ জনের প্রাণহানির তথ্য দিয়েছেন। তিনি আরও জানান, "সন্ত্রাসীদের" ধরার জন্য ইসরায়েলের যৌথ অভিযানের সময়  হামাসের এসব যোদ্ধা নিহত হয়েছে।
হামাস জানিয়েছে, জেরুজালেম ও  জেনিনের কাছে ইসরায়েলি বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে