Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক মধুর নয়: প্রেসিডেন্ট এরদোয়ান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১১:০২ এএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক মধুর নয়: প্রেসিডেন্ট এরদোয়ান

ছবি: সংগৃহীত

ঢাকাঃ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মধুর নয় এবং যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কাছ থেকে আংকারার এস-৪০০ ক্ষেপনাস্ত্র কেনার বিষয়ে বিরোধের মীমাংসা করতে হবে।

তুরস্কের গণমাধ্যম "হাবেরতুর্ক" প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্ধৃতি করে এসব কথা জানায়।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর এরদোয়ান সাংবাদিকদের বলেছেন, “তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সু-সম্পর্ক রয়েছে, তা আমি বলতে পারি না, কারণ ১৪০ কোটি ডলার খরচ করে আমরা এস-৩৫ জঙ্গি বিমান কিনেছি, তবে আমাদেরকে সেগুলি দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি আগে মীমাংসা করতে হবে"।

এরদোয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সহায়তা না করে, তবে তুরস্ক তাদের প্রতিরক্ষার প্রয়োজন মেটাতে অন্যের সহায়তা নেবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে