Dr. Neem on Daraz
Victory Day

ভারতে একদিনে করোনায় আরও ২১৯ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:২৫ পিএম
ভারতে একদিনে করোনায় আরও ২১৯ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘন্টায় ২১৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ভাইরাসটি ২৭ হাজার ২৫৪ জনের শরীরে শনাক্ত হয়েছে। যা নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৩ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। রোববারের তুলনায় সোমবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হার আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ফের বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২৬ শতাংশে। গত ১৪ দিন ধরে দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও ফের কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২ জন। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে