Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে আবারও বেড়েছে সংক্রমণ ও মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:৩৯ এএম
বিশ্বে আবারও বেড়েছে সংক্রমণ ও মৃত্যু

ফাইল ছবি

ঢাকাঃ বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৮০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮২ জন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো। আর এই সময়ে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৭৯৯ জন।

শনিবার সকাল সাড়ে ৮টায় পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৬৬ হাজার ২২৩ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি পাঁচ লাখ ৯৫ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৭১২ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি সাত লাখ তিন হাজার ৬৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ১২ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬৯১ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ২৫৬ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২০ লাখ ৯২ হাজার ১১৭ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৫৬ হাজার ৬০ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮২ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ২০ হাজার ২০২ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে