Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৪৩ লাখ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ১০:০৭ এএম
বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৪৩ লাখ

ঢাকাঃ বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৮৪৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৪৫ হাজার ১৪৩ জন মানুষ।

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে। এর আগের দিন রোববার একদিনে নয় হাজার ৬১ জনের মৃত্যু হয় ও নতুন করে শনাক্ত হয় পাঁচ লাখ ৫৪ হাজার ৯১৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ সাত হাজার ৩১০ জন। এছাড়াও ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৮১ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৩৩৮ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৩ হাজার ১১৬ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৮৮ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৮ হাজার ৩৩৯ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৯২২ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে