Dr. Neem on Daraz
Victory Day

ঈদে কাশ্মীরে পশু জবাই নিষিদ্ধ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১১:৫৩ এএম
ঈদে কাশ্মীরে পশু জবাই নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারত অধ্যুষিত কাশ্মীর উপত্যকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এক আদেশে সেখানে উট কিংবা গরু জবাই বা যে কোনো প্রাণী বলিদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এমন আদেশে কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবহাতে বলা হয়েছে, প্রাণী কল্যাণ আইনকে উদ্ধৃত করে ‘এ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া’ পুলিশ এবং কর্তৃপক্ষকে পশুপাখির অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের’ নির্দেশ দিয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরুকে পবিত্র বলে বিবেচনা করা হয় এবং এর আগেও ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়। নতুন আদেশে প্রথমবার সমস্ত প্রাণী হত্যার উপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

সাধারণত ভারতে গরু জবাই এবং এর মাংস খাওয়া নিষিদ্ধ। তবে কাশ্মীরে গরুর মাংস পাওয়া যায়। মুসলিম সম্প্রদায়ের ওপর নতুন নীতিমালা চাপিয়ে দেওয়ায় অনেকটা ক্ষুব্ধ সেখানকার জনগণ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে