Dr. Neem on Daraz
Victory Day

ইয়েমেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৮:৫৮ এএম
ইয়েমেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

ঢাকাঃ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইয়েমেনে ৫ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

জানা গেছে, দেশটির মারিব প্রশাসনিক বিভাগের ইয়েমন সিটির একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে
ঘটনার জন্য মারিব প্রশাসন হুতি বিদ্রোহীদের দায়ী করছে। তাদের দাবি, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে দগ্ধ অনেককে মারিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিব প্রশাসন জানিয়েছে নিহতের সংখ্যা ১৪ জন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাবে লিখেছেন, ‘মারিবে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় ১৭ জনের বেশি মারা গেছে। আহত হয়েছে অনেকে।’

অবশ্য এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চল। যেটা দখলে নেওয়ার জন্য ২০১৪ সাল থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে